শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় গৃহবধূ কে ধর্ষনের চেস্টার অভিযোগে কিশোর গ্যাং লিডার শাওন বাহিনীর প্রধান শাওন(১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাওন ফতুল্লা মডেল থানার ফতুল্লা বাজার এলাকার কালু দারোয়ানের ছেলে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাকে ফতুল্লা বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনার শিকার ভুক্তভোগী ফতুল্লার লালপুর এলাকায় বসবাসকারী গৃহবধূ (২৬) থানা গেইট সংলগ্ন একটি পোষাক তৈরি কারখানায় কাজ করে। সে স্বামী সহ লালপুর মসজিদ এলাকায় ভাড়ায় বসবাস করে। পোষাক তৈরি কারখানায় যাতায়াতের পথে শাওন বাহিনীর প্রধান শাওন সহ তার সহোযোগিরা তাকে নানা সময় অশ্লীল বাজে মন্তব্য সহ কু প্রস্তাব দিতো। ভুক্তভোগী গৃহবধূর স্বামী নাইট ডিউটিতে নিজ কর্মস্থলে থাকায় ১৯ মার্চ দিবাগত রদত দেড়টার দিকে কিশোর গ্যাং লিডার ঘরের দরজায় টোকা দেয়। তিনি তার স্বামী এসেছে ভেবে ঘরের দরজা খুলে দেয়। সাথে সাথে শাওন ভিতরে প্রবেশ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষনের চেস্টা করে। এ সময় সে ডাক চিৎকার করলে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ছুটে এলে শাওন দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়,শাওন ওনতার সহোযোগিরা লালপুর,চৌধুরী বাড়ী,বাজার এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তারা করেনা। তাদের ভয়ে ভুক্তভোগীদের কেউ মুখ খুলতে এমনকি থানায় অভিযোগটুকু করতে পর্যন্ত সাহস করেনা। শাওনের বড় ভাই সাগর এলজন চিন্থিত মাদক বব্যসায়ী। এই মাদক ব্যবসা নিয়ন্ত্রণেও রয়েছে এক বিশাল বাহিনী। শাওনের সহোযোগি সাইদুর,রমজান সহ সকল সদস্যদর গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া জানান,গৃহবধূকে ধর্ষনের চেস্টার অভিযোগে শাওন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply