নারায়ণগঞ্জের খবর
মাদকস্পর্ট বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলায় মাদক ব্যাবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছে ইমাম হোসেন(৩৯)।
মঙ্গলবার রাতে ফতুল্লা রেলস্টেশন ব্যাংককলোনী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয়রা জানায়, ফতুল্লার দাপাইদ্রাকপুর ব্যাংককলোনী,বায়জিদ বোস্তামি রোড ও এর আশপাশের ভয়ংকর মাদকস্পর্ট বন্ধ করতে ও মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলে স্থানীয়রা। বন্ধ করে দেয়া হয় মাদক বেচাকেনা। এতেই ক্ষিপ্ত হয় শীর্ষ মাদক ব্যাবসায়ী মহসিন,বিল্লাল, শাকিল, রাজিব,আলামিন ডাকাত শাহীনসহ শতাধিক মাদক ব্যবসায়ী।
মাদক বিরোধী আন্দোলনে অংশ নেয়া ইমাম হোসেনকে হত্যার চেষ্টা চালায় মাদক ব্যাবসায়ীরা। হামলায় অংশ নেয়া অধিকাংশই অস্ত্রসস্ত্র নিয়ে মুখোশ পড়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহতাবস্থা নারায়ণগঞ্জ ৩০০শয্যা খানপুর হাসপাতালে চিকিৎসা নেন ইমাম হোসেন।
এ ঘটনায় রাতেই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার ইমাম হোসেন।
Leave a Reply