শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লূৎফর রহমান স্বপন বলেছেন, ব্যাংকিংয়ে ইসলামী ব্যাংক বিপ্লব ঘটিয়েছে। বেসরকারী ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকের গ্রহক সেবা অন্যান্য ব্যাংকের চেয়ে ব্যাতিক্রম।
ফতুল্লা রেলস্টেশনে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ দিন আমরা সরকারী ব্যাংকের কাছে জিম্মী ছিলাম এসব বেসরকারী ব্যাংকগুলো আমাদের হয়রানী থেকে মুক্তি দিয়েছে।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লগের সভাপতি ফরিদ আহমেদ লিটন বলেন, গ্রহকের সেবার মান ঠিক থাকলে ইসলামী ব্যাংক স্টেশনের আউললেট শাখা গ্রহকের দোরগোড়ায় পৌছে যাবে।
আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে আলোড়ন সৃষ্টি করেছে। নতুন এই এজেন্ট শাখা গ্রহকের সেবার মাধ্যমে নতুন করে আবারো আলোড়ন সৃস্টি করবে।
রোববার দুপুরে ফতুল্লা পিলকুনী নিমন্ত্রন কমিউনিটি সেন্টারে অনলাইনের মাধ্যমে এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এমডি মাহবুবু উল আলম।
ফতুল্লা রেলস্টেশনে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে ফতুল্লা পিলকুনী নিমন্ত্রন কমিউনিটি সেন্টারে অনলাইনের মাধ্যমে এই শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের এমডি মাহবুবু উল আলম।
ইসলামী ব্যাংক ফতুল্লার শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, জেলা আওয়ামী লগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন,আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন,ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, ইসলামী ব্যাংক ফতুল্লা শাখার বিনিয়োগ প্রধান মোঃ আবুল কালাম,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ শাহজাহান,সমাজ সেবক মাসুদ ভূইঁয়া,মাওলানা আবু নাঈম ফেরদৌস, মাওলানা বিল্লাল হোসেন,শফিউজ্জামান প্রমুখ।
Leave a Reply