শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গুম নয়, স্বেচ্ছায় আত্মগোপন করেছে ফতুল্লা আজাদ ডাইংয়ের পরিচালক তানজিম চৌধুরী। আত্মগোপনের ঘটনায় থানায় অভিযোগ হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসে। এ ঘটনায় ফতুল্লায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, তানজিম চৌধুরীর কাছে ফতুল্লা এবং নারায়ণগঞ্জের একাধিক ব্যবসায়ীর সাথে মোটা অংকের টাকার লেনদেন রয়েছে। এ নিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশসহ স্থানীয় পর্যায়ে কয়েকবার সমঝোতা বৈঠক হয়। সম্প্রতি ঋনের চাপে আত্মগোপনে চলে যায় তানজিম চৌধুরী। আর এই স্বেচ্ছায় আত্মগোপন নিয়ে হৈচৈ পরে যায়।
এদিকে তানজিম চৌধুরীর কোন খোঁজ না পেয়ে তার পিতা সগির আহমেদ চৌধুরী তার পুত্রকে গুমের অভিযোগ এনে শ^শুর আজাদ মিয়ার নামে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরই প্রকৃত ঘটনা প্রকাশ্যে চলে আসে। স্বেচ্ছায় আত্মগোপনে থাকা তানজিম চৌধুরী মিরপুরে তার নানার বাড়িতে রয়েছে বলে তার নানা আজহার আলী নিশ্চিত করেছে।
এদিকে ফতুল্লা আজাদ ডাইংয়ের মালিক আজাদ মিয়া জানান, তার মেয়ে জামাতা তানজিম চৌধুরীর সাথে স্থানীয় এবং শহরের কিছু ব্যবসায়ীর সাথে আর্থিক লেনদেন রয়েছে। সম্প্রতি ঋনের চাপ বেড়ে যাওয়ায় সে স্বেচ্ছায় আত্মগোপনে চলে যাওয়াতে মেয়ে জামাতা গুমের অভিযোগ এনে থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
Leave a Reply