শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লায় একটি ইটভাটায় হাফিজুল ইসলাম নামের এক যুবককে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদার দাবিতে মারধর করায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফতুল্লার নন্দলালপুর এলাকার অলি হাজির ইটভাটায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে উদ্ধার এবং দুজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন-পাগলা বউবাজার এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া সামাদের ছেলে রাব্বি ও একই এলাকার সায়েমের বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে মিজান। এ ঘটনায় হাফিজুল ইসলাম বাদী হয়ে তাদেরসহ অজ্ঞাত চারজনের নামে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
Leave a Reply