শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে নতুন করে নির্বাচনী তফসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসীল অনুযায়ী আগামী ৯মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। ক্ষমতাসীন কিংবা দলের বাইরে থেকেও নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে একাধিক ব্যাক্তি। ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম বেশ আলোচিত হয়েছে। তবে ফতুল্লা ইউনিয়নবাসী সচ্ছ,সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের, জনবান্ধন এবং গ্রহনযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানাগেছে, এবারের উপনির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এদের মধ্যে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম, যুবলীগ নেতা আজমত আলী অন্যতম।
এদের মধ্যে কাজী মাঈন উদ্দিন একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। এলাকাবাসীর কাছে তার বেশ গ্রহনযোগ্যতা রয়েছে। আলোচিত প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর কাছে চেয়ারম্যান হিসেবে কাজী মাঈন উদ্দিন প্রথম পছন্দ। এছাড়াও মীর সোহেল আলী এবং আজমত আলী রয়েছে ফতুল্লাবাসীর পছন্দের তালিকায়। মীর সোহেল এর আগেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।
অন্যদিকে ফয়জুল ইসলামের বিরুদ্ধে রয়েছে মানুষের সঙ্গে দূর্ব্যবহারসহ নানা অভিযোগ। তবে যুবলীগ নেতা আজম আলী দলীয় কোন পদে না থাকলেও দলের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ করে বেশ আলোচিত হয়ে উঠেছেন। দলের নেতাকর্মী ছাড়াও সমাজের সাধারণ মানুষের সঙ্গে তাঁর গভীর সখ্যতা রয়েছে। চেয়ারম্যান হিসেবে পছন্দের তালিকায় রয়েছে আজমত আলীর নাম।
মীর সোহেল বলেন, আমি দীর্ঘদিন ধরে ফতুল্লাবাসীর পাশে আছি, রাজনৈতিক কর্মকান্ড ছাড়া সমাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এখন আমাদের নেতা সাংসদ শামীম ওসমান চাইলে আমি নির্বাচন করতে প্রস্তুত।
ফরিদ আহমেদ লিটন বলেন, রাজনৈতিক, সমাজিক সব কাজে অংশ নিয়ে মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। দল চাইলে আমি জনপ্রতিনিধি হয়ে মানুষের কাছে গিয়ে সেবা করতে চাই।
ফতুল্লা ইউপির ৪ নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈন উদ্দিন বলেন, আমি মানুষের সেবা করতে চাই, ইতোমধ্যে ওয়ার্ড মেম্বার হিসেবে মানুষ আমাকে সেবা করার সুযোগ দিয়েছে। আশা করি চেয়ারম্যান পদে আমাকে নিরাশ করবেন না।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আজমত আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছি। দলীয় কোন পদবী না থাকলেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ হিসেবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলের কাছে প্রত্যাশা রাখতেই পারি। আশা করি দল এবং আমার নেতা এমকেএম শামীম ওসমান আমাকে নিরাশ করবে না। তবে ফতুল্লা ইউনিয়নবাসীর দাবী একজন স্বচ্ছ এবং গ্রহনযোগ্য ব্যাক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোক।
Leave a Reply