শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ পকেট কমিটি চাপিয়ে দেয়া হলো ফতুল্লা থানা বিএনপিতে। কাউন্সিলরদের ভোট ছাড়া শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং কর্মীবিহীন নেতা হিসেবে পরিচিত এড.বারী ভূইঁয়াকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ মোঃ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা দেয়া হয়। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ: সালাম এই কমিটি ঘোষণা করেন। এ নিয়ে ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, উত্তাপ ছড়িয়ে পরেছে। জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিনের মদদে এই কমিটি গঠন করা হয়েছে এমন দাবি বিএনপির তৃনমূলের।
বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বিগত চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন বিতর্কীত এমপি গিয়াসের সাথে বিরোধ ছিল রিয়াদ মোঃ চৌধুরীর। এই বিরোধের জের ধরে রিয়াদ চৌধুরীকে অস্ত্র দিয়ে গ্রেফতার করেছিলো গিয়াস। ওই সময় নানা বিতর্কীত কর্মকান্ডের কারনে ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গিয়াসকে ফতুল্লায় অবাঞ্ছিত ঘোষণা করায় সেই বিরোধের জের ধরে রিয়াদ মোঃ চৌধুরীকে থানা বিএনপির সাধারণ সম্পাদক হতে দেয়া হয়নি এমন অভিযোগ বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের। সাধারণ সম্পাদক করা হয়েছে গিয়াসের আজ্ঞাবাহ কর্মীবিহীন নেতা এড.বারী ভূইঁয়াকে। যিনি বিগত সময়ে বিএনপির রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। মামুন মাহমুদের উপর হামলার ঘটনায় গিয়াসের উপর দায় চাপানো হলে এড.বারী ভূইঁয়া গিয়াসের পক্ষে সংবাদ সম্মেলন করেন।বারী ভূইঁয়ার সে ঋণ শোধ করলেন ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করে।
দলের অপর একটি সূত্র জানায়, নতুন সভাপতি শহিদুল ইসলাম টিটুও চায়নি রিয়াদ মোঃ চৌধুরী সাধারণ সম্পাদক হোক। রিয়াদ মোঃ চৌধুরী সাধারণ সম্পাদক হলে শহিদুল ইসলাম টিটু দলের মধ্যে তার একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ফলে টিটুও এড.বারী ভূইঁয়াকে সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছেন।
অথচ টিটু এবং বারী ভূঁইয়ার চেয়ে নেতাকর্মীদের কাছে রিয়াদ চৌধুরীর গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা কয়েকগুণ বেশী। রিয়াদ চৌধুরীর সহযোগীতা ছাড়া টিটু-বারী ফতুল্লায় দলের হয়ে বড় কোন শোডাউন দেখাতে পারেনি।
উল্লেখ্য, বিএনপির রাজনীতিতে শহিদুল ইসলাম টিটু এবং এড. বারী ভূঁইয়া উভয়েই কর্মী বিহীন নেতা হিসেবে পরিচিত। সব সময় এরা অন্যের উপর ভর দিয়ে রাজনীতি করে আসছে।
শহিদুল ইসলাম টিটুর প্রধান শেল্টারদাতা নব্য আওয়ামীলীগার ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু এবং এড.বারী ভূইঁয়ার শেল্টারদাতা জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন।
Leave a Reply