শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ ব্যাংক কলোনির ছিনতাই চক্রের মুল হোতা তপুকে(২৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। একটি ছিনতাইয়ের ঘটনায় সোমবার মধ্যরাতে ফতুল্লা স্টেশন ব্যাংককলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তপু ব্যাংককলোনী এলাকার শাখাওয়াতের পুত্র।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট রাতে ব্যাংককলোনী এলাকার বায়েজিদ বোস্তামি রোডের বাসিন্দা গৃহবধূ রুমির বাসায় প্রবেশ করে তপু,আল মামুন, মাসুম গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মী করে একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।
এসময় রিমুর চিৎকারে তার ভাই আব্বাস এগি আসলে তাঁদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় থানা অভিযোগ দায়ের করলে পুলিশ ছিনতাইকারী তপুকে গ্রেফতার করে।
Leave a Reply