শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

বন্দরে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ৬জন গ্রেফতার

নারায়ণগঞ্জের খবর: বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। অপরদিকে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।

মিহাদের চাচা বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খান জানান, ঘটনার রাতেই স্থানীয়রা ৪ কিশোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এছঅড়া পুলিশ আরো ২জনকে গ্রেফতার করেছে।

অপরদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি। ইতোমধ্যে মামলার এজাহার ভুক্ত ৬ আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় জেলেরা লাশ দু’টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্র হল কলেজ ছাত্র মিহাদ (১৮) ও স্কুল পড়ুয়া ছাত্র জিসান (১৫)৷ বন্দরের নাজিম উদ্দিন খানের ছেলে ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা মিহাদ কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে জিসান বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এ সময় ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও নিহাদ৷ কিশোর গ্রুপের একটি দল ওই নৌকাতে উঠলে ধাওয়া করে বিপক্ষ গ্রুপটিও নৌকাতে ওঠে৷ পরে নদীতে ঝাপ দেয় কিশোর দল৷ তাদের দেখাদেখি পানিতে ঝাপ দেয় মিহাদ ও জিসানও৷ অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হয় মিহাদ ও জিসান৷ রাত সাড়ে ১১টার দিকে তাদের লাশ পাওয়া যায় নদীতে৷

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া জানান, বিকেলে একদল কিশোর অন্য দলকে ধাওয়া করে৷ সেসময় ওই দুই কিশোর ঘাটের একটি নৌকাতে দৌড়ে ওঠে৷ পরে সেখানেও এই কিশোর দল উঠলে ভয়ে তারা নদীতে ঝাপ দেয়৷ তখন নিখোঁজ হয় তারা৷

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD