নারায়ণগঞ্জের খবরঃ
বাজার মনিটরিংয়ে আসলেই অনেক দোকানদার চলে যায়। তারা হয়ত বেশি দামে বিক্রি করছে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন মানুষের নাগালে থাকে। কেউ যেন কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াতে না পারে সেজন্য আমরা মনিটরিং করছি।
বুধবার দুপুরে জেলা প্রশাসক মাহমুদুল হক শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এসময় এক ডাল ব্যবসায়ীকে জরিমান করেন এবং অন্যদের সঠিক মূল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক বলেছেন, আমি গতকাল রাতে ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে বৈঠক করেছি। রমজান মাসে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ন্যায্য দামে যেন তারা বিক্রি করে। খুচরা বাজারে খেসারির ডাল দেখলাম ১৩০ টাকা বিক্রি করছেন। পাইকারি যিনি বিক্রি করছেন তিনি বললেন বগুড়া থেকে এনেছেন তবে রশিদ দেখাতে পারছেন না। কিছু অনিয়ম আছে।
এসময় অতিরিক্ত মূল্যে খেসারী ডাল বিক্রি করায় কুমিল্লা ট্রেডার্সের মালিক বিকাশ দেবনাথকে একলক্ষ টাকা জড়িমানা করেন। এছাড়া গরু ও মুরগির বাজারও পরিদর্শন করেন। বাজার পরিদর্শনকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু উপস্থিত ছিলেন।
Leave a Reply