রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক পরিচয় দিয়ে ও শেষ রক্ষা হলোনা ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও থানা আওয়ামীলীগের সহ- সভাপতি মোস্তফা কামালের ঘনিষ্ঠ সহোযোগি আর্শীবাদপুস্ট সন্ত্রাসী মিঠু ওরফে ডাকাত মিঠুর। চোরাই মালামাল সহ ডাকাত মিঠু কে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে একটি চোরাই এল,ই,ডি টিভি ও একটি ল্যাপটপ উদ্ধার করে।
গ্রেফতারকৃত মিঠু ওরফে ডাকাত মিঠু ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখা এলাকার জনু মিয়ার পুত্র।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শিয়াচর লালখার মোড়ে অভিযান চালিয়ে একটি চোরাই টিভি,ল্যাপটপ সহ মিঠু ওরফে ডাকাত মিঠু কে গ্রেফতার করে। এসময় ডাকাত মিঠু গ্রেফতার এড়াতে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর প্রভাব বিস্তার করে। পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,মিঠু ওরফে ডাকাত মিঠু কে থানা থেকে ছাড়িয়ে ব্যাপক তদ্ধবির চালিয়ে ব্যর্থ হয় ফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও থানা আওয়ামীলীগের সহ- সভাপতি মোস্তফা কামাল।
জানা যায়,গ্রেফতারকৃত মিঠু ওরফে ডাকাত মিঠু সর্ব মহলেফতুল্লা থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও থানা আওয়ামীলীগের সহ- সভাপতি মোস্তফা কামালের আস্থাভাজন বা ঘনিষ্ঠ সহোচর হিসেবে পরিচিত। মোস্তফা কামালের প্রতিটি মিছিলের অগ্রভাগেই দেখা যেতো মিঠু ওরফে ডাকাত মিঠুকে। ডাকাত মিঠুর বিরুদ্ধে হত্যা,ধর্ষন,চাঁদাবাজী,ছিনতাই,মাদক সহ ফতুল্লা মডেল থানায় ৮-১০ টি মামলা রয়েছে।
ডাকাত মিঠুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া জানান, চোরাই মালামাল সহ মিঠু কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানিগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply