শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ দাবীকৃত চাঁদা না দেয়ায় ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগে ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকী সহ নানা ভয়ভীতি দেখিয়ে ডিস এবং ইন্টারনেট সামগ্রী ভাঙচুর, লুটপাটের ঘটনায় চাঁদাবাজ জামাতি মিজানসহ ৪জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার বিকেলে আদর্শ নগর, মুন্সীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। কিশোরগ্যাং লিডার মিজান, সোহেল, শওকত, কামাল।
এই মামলার প্রধান আসামী শহীদ নগরের কিশোর গ্যাং লিডার মোজাহিদ, মুন্সীবাগের আসলাম, আনোয়ার, সাইফুল পলাতক রয়েছে।
মোজাহিদ,মিজানের বিরুদ্ধে ফতুল্লা থানায় আরো নানা অপকর্মের মামলা রয়েছে। কয়েকমাস আগে মোজাহিদ ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট সহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশের) হাতে গ্রেফতার হয়েছিল মোজাহিদ।
মামলার বাদী আনোয়ার হোসেন জানায়, কুতুবপুর শহীদ নগরের শীর্ষ মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার মোজাহিদ, মুন্সীবাগের মিজান, শওকত, সোহেল, আনোয়ার, আসলাম, কামালসহ কিছু কিশোর অপরাধী ইন্টারনেট ও ডিসের অফিস ‘পুস্পিতা এন্টারপ্রাইজে’ এসে প্রতিমাসে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। গত ১৪মার্চ পূনরায় চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়। এসময় চাঁদা দিবে না বলে জানালে প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেনকে মারধর করে চলে যায়। ওইদিন মধ্যরাতে কিশোর অপরাধীরা ইন্টারনেট এবং ডিসের প্রায় ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Leave a Reply