নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা রামাবাগে লেডি মাস্তান প্রিয়াসার বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেছে একটি ভুক্তভোগী পরিবার। বাড়ীর দেয়াল ভেঙে দেয়া এবং গরম পানি দিয়ে জ্বলসে দেয়ার চেষ্টার অভিযোগ এনে পুলিশের সহযোগীতা চেয়েছে এলাকার রহিম বাদশা(৪৫)। প্রিয়াসা এলাকার হত্যা মামলার জাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিনের মেয়ে।
রহিম বাদশার অভিযোগ, রামাবাগের লেডি সন্ত্রাসী প্রিয়াসা, আবুল হোসেন (৫০), বাবুল মিয়াসহবএকটি বিশাল চক্র আমার বসতবাড়ী দখলের চেষ্টা করে আসছে।
আমার সম্পত্তিতে কাজ করতে গেলে নানা হুমকী দিয়ে থাকে। নির্মান কাজ করার শ্রমিকদেরও মারধর করে থাকে।
গত ১৩ জুন কাজ করতে গেলে প্রিয়াসা তাঁর বাহিনী নিয়ে হামলা চালায়। নির্মাণ শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ইট ও গরম পানি নিক্ষেপ করে নিক্ষেপ করে শরীর জ্বলসে দেওয়ার চেষ্টা করে। আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকেও মারধর করে।
এসময় আমার বাড়ীর বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে প্রাণনাশের হুমকী দেয়। আমাকে মারধর করলে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বুধবার সকালে সন্ত্রাসীরা আবারও আমার বাড়ীতে হামলার চেষ্টা করলে ফতুল্লা পুলিশের একটি টিম ঘটনাস্থল উপস্থিত হলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকী দিয়ে পালিয়ে যায়।
Leave a Reply