শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের মৃত্যুতে উপ নির্বাচনের তফসীল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসীল অনুযায়ী আগামী ৯মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। শূন্য ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে। ক্ষমতাসীন কিংবা দলের বাইরে থেকেও নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে একাধিক ব্যাক্তি। ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম বেশ আলোচিত হয়েছে। তবে ফতুল্লা ইউনিয়নবাসী সচ্ছ,সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন ক্লিন ইমেজের, জনবান্ধন এবং গ্রহনযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানাগেছে, এবারের উপনির্বাচনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এদের মধ্যে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার কাজী মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম,ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য আবু মোঃ শরীফুল হক এবং যুবলীগ নেতা আজমত আলী, প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের স্ত্রী সেলিনা সুলতানা শিউলী অন্যতম।
তবে দলের সমর্থন কে পাবেন এ নিয়ে চলছে না জল্পনা কল্পনা। সবাই নিজ নিজ অবস্থান থেকে গ্রহনযোগ্য প্রার্থী দাবি করলেও সিদ্ধান্ত আসবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পক্ষ থেকে। আজ অথবা কালকের মধ্যে জানা যাবে কে হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
তবে ফতুল্লাবাসীর প্রত্যাশা, কোন বিতর্কীত, অযোগ্য কেউ চেয়ারম্যান প্রার্থী নয়, জনবান্ধন এবং গ্রহনযোগ্য ব্যাক্তি আগামীতে ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যানের শূন্য আসন অলংকৃত করবেন। সাংসদ শামীম ওসমান তার সিদ্ধান্তের মাধ্যমে ফতুল্লাবাসীর কাঙ্খিত প্রত্যাশা পূরণ করবেন।
Leave a Reply