শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তিঃ নারায়ণগঞ্জে ১৬ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের ঘটনায় নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল ১১ অক্টোবর শুক্রবার নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুর রহীম, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সাংবাদিক এ, এস, এম এনামুল হক প্রিন্স, মোঃ জাহাঙ্গী ডালিম, মোঃ জসীমউদ্দীন এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর দায়েরকৃত মামলার বিবাদী দৈনিক ডান্ডিবাতা পএিকার প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান বাদল এবং ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুর রহীমেরর বিরুদ্ধে যে মিথ্যা মানহানি মামলা দায়ের করা হয়েছে তা অচিরে প্রত্যাহার করা সহ তীব্র নিন্দা জানিয়েছেন নারায়নগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সকল সদস্য। অন্যদিকে সিদ্ধিরগঞ্জ থানার স্বপন মন্ডলের দায়েরকৃত মামলার বিবাদী নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সচেতন পএিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইসলাম, বাতা সম্পাদক ইমতিয়াজ আহমেদ, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পএিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহম্মেদ জুয়েল, বাতা সম্পাদক শাহীন, দৈনিক সংবাদচচার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, বাতা সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক স্বাধীন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, বাতা সম্পাদক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সদস্য মোঃ জসীমউদ্দীন, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল রানা, দৈনিক যুগের চিন্তা এর প্রকাশক ও সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, নিবাহী সম্পাদক এজাজ কোরেশী এবং দৈনিক মাতৃভূমির খবর এর প্রকাশক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপদেষ্টা সম্পাদক আনোয়ারুল ইসলাম, নিবাহী সম্পাদক এনামূল কবিরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অচিরে প্রত্যাহার সহ তীব্র নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদ।
Leave a Reply