শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: সিদ্ধিরগঞ্জে চোরাই শাড়ি ও লেহেঙ্গাসহ মো. আবুল কালাম (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।
এ ছাড়াও তার সঙ্গে থাকা ৩টি মোবাইল ফোন, নগদ ১১ হাজার ৭৮০ টাকা ও চোরাই মালামাল বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৫ মে) রাত সাড়ে ১১ টায় র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply