শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু এমপি খোকাকে উদ্দেশ্যে করে বলেছেন, আপনি আনোয়ার হোসেনকে আঘাত করেন নাই? আপনি আঘাত করেছেন নারায়ণগঞ্জের লাখো আওয়ামী লীগের কর্মীদের অনুভূতিতে। আপনাকে আমি ধিক্কার জানাই।’ শনিবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তাঁর ভাষ্য, ‘আমরা ১৯৯০ সালে শেখ হাসিনার নেতৃত্বে সৈরাচারের পতন ঘটিয়েছি। আপনি শেখ হাসিনার আশ্রয়ে এমপি হয়ে শেখ হাসিনার পরীক্ষিত কর্মীকে অপমান করবেন। সেই আওয়ামী লীগ মুখবুঝে সহ্য করবে না। কথায় আছে `বাঘে ধরলে ছাড়ে, কিন্তু হাসিনা ধরলে ছাড়বে না’।
এ সময় সভা ও বিক্ষোভ মিছিল থেকে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে অবাঞ্চিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই এমপিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
নারায়ণগঞ্জ মগানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন সাহা বলেন, ৮০র দশকে যখন আমরা একসাথে ছাত্রলীগ করতাম তখন আনোয়ার ভাই আমাদের নেতা ছিলো। যে ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের অন্য কোন এলাকায় ঘটলে সেই এলাকার সংসদ সদস্য অবশ্যই দুঃখ প্রকাশ করতো। আমি মনে করি আপনার দুঃখ প্রকাশ করা উচিত, এটা রাজনৈতিক শিষ্টাচার।
খোকন সাহা বলেন, আপনার মত সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সাহেব। বিখ্যাত দানবীর তিনি নারায়ণগঞ্জ শহরের মানুষের কাছে তিনি দানবীর হিসেবে পরিচিত সেলিম ওসমান। সেলিম ভাই আনোয়ার ভাইকে আমাদের গুরু হিসেবে সম্বোধন করে কথা বলেন। আপনি সেই ভাবেই তার প্রতি সম্মান করে কথা বলবেন তাহলেই সব কিছুর সমাধান হয়ে যাবে।
এ সময় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহমুদা মালা, জিএম আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, নাসিকের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সাবেক কাউন্সিলর মো. মনিরুজ্জামান প্রমুখ।
Leave a Reply