শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
সোনারগা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার ব্রাহ্মনবাওগা এলাকায় স্বেচ্ছাসেবকলীগ নেতার বাড়ির সীমানা প্রাচির গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। এ বিষয়ে গতকাল শনিবার বিকালে সোনারগা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঙ্গে ব্রাহ্মনবাওগা গ্রামের ভূমিদস্যু কামাল হোসেনের সঙ্গে বাড়ির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কামাল হোসেনের নেতৃত্রে জামাল হোসেন, দৌলত মিয়া, রমজান হোসেন, বুলবুল মিয়া, বাবুল হোসেন ও জিয়া মিয়া সহ ২০/২৫জনের একদল সন্ত্রাসী বাহিনী সাবল, রামদা, হকিস্টিক, লাটি ও ছোড়া সহ দেশীয় অ¯্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মনির হোসেনের মালিকানাধীন তার বাড়ির সিমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে আবুল হোসেন, কাসেম মিয়া, হাবিবুল্লাহ আলাউদ্দিন ও হবি রহমানকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, আমার মালিকানাধীন বাড়ির সিমানা প্রাচির সন্ত্রাসী কামাল হোসেনের নেতৃত্বে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আমার পাঁচজন আত্মীয় স্বজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। এদিকে কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি নিয়ে আমাদের মধ্যে সামান্য ভুলবোজাবোজি হয়েছে। আমরা বিষয়টি বসে সিমাংসা করে নিব। সোনারগা থানার ওসি মনিরজ্জামান বলেন, সংঘর্ষের সংবাদকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply