শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
ডেস্ক নিউজ: নারী কনস্টেবলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হৃদয় খান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) রাতে ওই নারী কনস্টেবল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম।
ভুক্তভোগী নারী কনস্টেবলের বাড়ি নারায়ণগঞ্জ শহরে। তিনি কক্সবাজার জেলায় কর্মরত। অন্যদিকে অভিযুক্ত হৃদয় খানের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।
মামলার এজাহারে নারী কনস্টেবল উল্লেখ করেছেন, হৃদয় তাদের আত্মীয়। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে হোয়াটসঅ্যাপে হৃদয় খানের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা হতো তার। হৃদয় তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে হৃদয় তার সঙ্গে কাটানো একান্ত সময়ের কিছু ঘনিষ্ঠ মুহূর্ত গোপনে ভিডিও করেন। হৃদয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন শুরু হলে সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখানে ওই ভিডিও ছড়িয়ে দেন।
Leave a Reply