শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
শহর সংবাদদাতা: আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পূষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী। রোববার (১০ জানুয়ারি) সকালে শহরের ২নং রেলগেট এলাকায় মিনি বঙ্গবন্ধু ভাষ্কর্য পার্কে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, যেহেতু সরকার খুব চিন্তাভাবনা করে আমাদের ৭টা জেলাতে লকডাউন দিয়েছে। আমি আশা করবো, এই লকডাউনটা সকলেই মানবে। অন্যান্য জেলাগুলোতেও মানা হচ্ছে। অনেকটাই ইজি হয়ে গিয়েছে, ভয় পায়না। এজন্য মানুষে লকডাউন মানতে চায় না। তবুও
নগরবাসীকে মাস্ক পড়ার আহŸান জানিয়ে মেয়র আইভী আরও বলেন, আমি নগরবাসীকে অবশ্যই বলবো, আপনারা মাস্ক পড়বেন এবং যেদিকে লোক-সমাগম বেশি, সেদিকে কম যাবেন। স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন। আর সরকারি নির্দেশগুলো পালন করা হয়। কারণ, সরকার যা কিছুই করছে, আমাদের ভালোর জন্য করছে। এবং এ ভালোটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের নিজেকে বাঁচতে হবে এবং অন্যকে বাঁচাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ৮নং ওর্য়াড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর সাগর ও মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগমসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক পিপি অ্যাড. আসাদুজ্জামান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, আবুল হোসেন প্রমূখ।
Leave a Reply