নিজস্ব প্রতিবেদক: তালাকপ্রাপ্ত স্ত্রী কে কৌশলে পটুয়াখালী থেকে ফতুল্লায় এনে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একাধিক বার শারিরীক সম্পর্ক করে সাবেক স্বামী আলমগীর হোসেন। বিষয়টি জানতে পেরে মেয়টির ভাই প্রথমে র্যাব -৩’ র সদস্যদেরকে লিখিত ভাবে জানায়। র্যাব -৩’ র সদস্যরা বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে সাবেক স্বামীর ফুফুর বাড়ী থেকে মেয়েটিকে(১৫) উদ্ধার সহ গ্রেফতার করে সাবেক স্বামী আলমগীর হোসেন (২২) কে। পরে রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মেয়েটির ভাই আসাদুল্লাহ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
বাদী এজাহারে উল্লেখ্য করেন যে,গত আট মাস পূ্র্বে পটুয়াখালি জেলার গলাচিপা থানার কলাগাছিয়ার মোমিন চকিদারের পুত্র ও ঢাকার শ্যামপুর থানার করিমুল্লাবাগের রিপনের বাড়ীর ভাড়াটিয়া আলমগীর হোসেনের সাথে বাদীর বোনের পারিবারিক সম্মতিক্রমে বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে গত এক মাস পূর্বে বিবাহের বিচ্ছেদ হয়। গ্রেফতারকৃত আলমগীর ও তাদের বাড়ী একই এলাকায় হওয়ায় তার বোন কে নানা ভাবে বিরক্ত করে আসছিলো। চলতি মাসের ১২ তারিখে তার বোন গলাচিপা থানার মধ্যে হরিদেবপুর বিদ্যালয়ে এসাইমেন্ট জমা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন পর ১৭ আগস্ট মোবাইল ফোনে ফোন করে তার বোন জানায় যে গ্রেফতারকৃত আলমগীর হোসেন কৌশলে প্রলোভন দেখিয়ে তাকে ফতুল্লা থানার ইসদাইরস্থ তার ফুফুর বাড়ীতে এনে আটক করে রেখেছে।এবং ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষন করেছে।
এ বিষয়ে র্যাব-৩ কে অবগত করা হলে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফতুল্লার ইসদাইরস্থ বাচ্চু সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে আলমগীর হোসেন কে গ্রেফতার সহ আটকে রাখা বাদীর বোন কে উদ্বার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক পলাশ কান্তি জানান, মেয়েটিকে ফুসলিয়ে পটুয়াখালী থেকে ফতুল্লার ইসদাইরে তার সাবেক স্বামীর আত্নীয়ের বাড়ীতে নিয়ে এসে একাধিক বার শারিরীক সম্পর্ক করে।পরে মেয়েটির পরিবার জানতে পেরে র্যাব কে জানালে তারা বৃহঃস্পতিবার দুপুরে ইসদাইর এলাকা থেকে আলমগীর কে গ্রেফতার সহ মেয়েটিকে উদ্ধার করে। পরে রাতে তাদের কে থানায় সোপর্দ করে। যেহেতু মেয়েটির সাথে আগেই ডিভোর্স হয়ে গিয়েছিলো তাই মেয়েটির ভাই রাতেই ধর্ষনের অভিযোগ এনে আলমগীরের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছে।
Leave a Reply