শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এড. হাজী মোঃ মহসিন রানা।
ত্রিশ বছর পর আগামী ২৬ ডিসেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি।
নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে লড়বেন। প্রতীক পাওয়ার পর পতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এড.হাজী মোঃ মহসিন রানা জানান, আমি এবারের ফতুল্লা ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এই ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি। যেহেতু এবার অনেক বছর পর নির্বাচন হচ্ছে তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি প্রার্থী হয়েছি।
Leave a Reply