শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লার পিলকুনিতে ভূমি দস্যু দুলাল বাহিনীর হামলায় ৪/৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতে প্রেরণ করেছে স্থানীয়রা।
এ ঘটনায় আহত শরীফ মঞ্জিল হোসেন বিপু বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত বিপু জানায়, তাঁরা একটি জমি বায়না করলে ভূমি দস্যু দুলাল বাহিনী দীর্ঘদিন ধরে নানা ভাবে হুমকী দিয়ে আসছে।
সোমবার পিলকুনি এলাকায় গেলে দুলালসহ তাঁর লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ৪/৫ জন আহত হয়েছে।
উল্লেখ্য, ভূমিদস্যু দুলাল পিলকুনি এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। এলাকার একাধিক নিরিহ মানুষের জমি দখল করে রেখেছে। দুলালের পিতা ফটিক চাঁনও এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। রয়েছে একাধিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ।
Leave a Reply