নিজস্ব প্রতিবেদকঃ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির হুংকারে কাবু নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে রনি ক্ষমতাসীন দলের বিভিন্ন সাড়ির নেতাদের নিয়ে কঠোর সমালোচনা করে থাকেন। এসব সমালোচনা বিএনপির নেতাকর্মীদের রাজপথে চাঙা রাখতে সহায়ক ভূমিকা পালন করছেন। জেলা বিএনপিতে যে ক’জন সাহসী নেতা রয়েছে তাঁদের মধ্যে রনি অন্যতম।
এদিকে রনির জ্বালাময়ী বক্তব্যে ক্ষমতাসীন দলের নেতাদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। এ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের কেউ ঢ়া করছে না। তবে সম্প্রতি সময়ে সাংসদ শামীম ওসমান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেছেন এদের আদব শিখাতে। নয়তো বেশী হবে না, কারণ আমাদেরও তরুণ কর্মী রয়েছে।
এরপরও রনি রাজপথে সরব রয়েছেন। একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জে।
শুধু নারায়ণগঞ্জেই নয়, রনি নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী রাজধানীর রাজপথ কাঁপাচ্ছে। নিজ জেলায় সাহসী ভূমিকার কারণে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছেন। কেন্দ্রীয় নেতারাই নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রনি এক নামে চিনেন।
ঢাকা এবং নারায়ণগঞ্জের রাজপথ রনির স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে। স্লোগানের মাধ্যমে এবং সাহসী বক্তব্যের কারণেই রনি আলোচনায় চলে আসে। নারায়ণগঞ্জের রাজনীতি এখন আর রনিকে বাদ দিয়ে সম্ভব নয় এমন দাবি বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, রনির সাহসী বক্তব্যের কারণে একাধিক বার গ্রেফতার হয়েছিল। ঘুম হওয়ার শঙ্কা ছিল একটা সময়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে রনি এ অবস্থায় এসে দাঁড়িয়েছে।
Leave a Reply