শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ আলোচনা-সমালোচনার পর অবশেষে বিলুপ্ত করা হলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত নিয়েছেন।
এরআগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে দিয়ে গিয়াস উদ্দিনকে আহবায়ক এবং গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি ছাত্রদল ছাড়ার পর থেকে সংগঠনের গতি কমে যায়। নিস্ক্রিয় হয়ে যায় নেতাকর্মীরা।
রনি যুবদলে চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় বহিরাগত এবং বিবাহিত নেতা মানিককে। তিনি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হয়ে নিজেকে রাজনীতিতে মেলে ধরতে পারেনি। সংগঠিত রাখতে পারেনি সংগঠনের নেতাকর্মীদের।
একই অবস্থা বিরাজ করছে মহানগর ছাত্রদলেও। মহানগরের সভাপতি সাহেদ যুবদলে সম্পৃক্ত হওয়ার পর থেকে মহানগরের অবস্থাও যায়যায় অবস্থা।
Leave a Reply