শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘যারা বিএনপি করেন, ভাবছেন ক্ষমতায় এসে পড়বেন পড়বেন ভাব। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ক্ষমতায় আসা তো দূরের কথা, ক্ষমতার ৪০ কিলোমিটারের ভেতরেও আপনারা আসবেন না।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নয়া আটি মুক্তিনগর এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কিছু দিন আগেে এক ছেলে নারায়ণগঞ্জে মরলো। বিএনপি বলে এটা তাদের কর্মী, আওয়ামী লীগ বলে তাদের লোক। পুলিশ বলে পথচারী। কিন্তু ও একটা মানুষ। কারও ভাই, কারও ছেলে, কারও সন্তান।
মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নামবেন দাবি করে শামীম ওসমান বলেন, ‘জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, ইমাম-মোয়াজ্জিন, মাদ্রাসা কমিটি, স্কুলের শিক্ষক ও স্কুল কমিটি, নারী সমাজের প্রতিনিধি, রাজনীতি দলের প্রতিনিধি, যুবসমাজ-ছাত্রসমাজসহ সাংবাদিকদের ডাকবো।
উদ্দেশ্য কী? রাস্তাঘাট আমরা করবো। কিন্তু মাদক-সন্ত্রাস কে বন্ধ করবে? মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, কিশোর গ্যাং বন্ধ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড.রুমন রেজা,সাংবাদিক বিল্লাল হোসেন রবিন,দিলীপ কুমার মন্ডল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।
Leave a Reply