নিজস্ব প্রতিবেদকঃ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ আরো অনেক দূর এগিয়ে যেতো। স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে আমাদের পিছিয়ে দিয়েছে।
রোববার রাতে ফতুল্লা দাপা ইসলামীয়া এতিমখানা শিশু সদন ও হাফিয়া মাদ্রাসায় ছাত্রদের মাঝে এসব কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিট মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে।
চন্দন শীল বলেন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। সবাইকে নিয়ে ফতুল্লার সমস্যাগুলো সমাধান করবো। আপনারা আমাকে যখন ডাকবেন আমি চলে আসবো।
বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, কার্যকরী সদস্য আবু মোঃ শরিফুল হক, বীরমুক্তিযোদ্ধা এবি এম শাহজাহান, ফতুল্লা পাইলট স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজি আনিসুর রহমান, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আখি, ইউপি সদস্য আব্দুল বাতেন ও হাসমত আলী, রেড ক্রিসেন্ট জেলা ইউনিট অফিসার কাউসার মিয়া।
Leave a Reply