শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, দলের প্রবীণ নেতা এম এ আউয়ালকে বুকে টেনে নিলেন সাংসদ শামীম ওসমান।
বৃহস্পতিবার বিকেলে পোস্ট অফিস মোড়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে তাঁদের দু’জনের দেখা হলে এই দৃশ্যের অবতারণা হয়।
এসময় সাংসদ শামীম ওসমান বলেন, আউয়াল চাচা আমার মুরুব্বি। তাদের দোয়ার প্রয়োজন আছে। এসময় তিনি এম এ আউয়ালকে কাছে নিয়ে ছবিও তোলেন।
উল্লেখ্য, দলের দুঃসময়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের রাজনীতিকে যে ক’জন নেতা আগলে রেখেছিলেন তাঁদের মধ্যে এম এ আউয়াল অন্যতম।
কিন্তু, এ নেতাকে দলের সুসময়ে মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীদের।কর্মীদের মতে, দলের একটি কুচক্রী মহলের কারণে এ নেতাকে আওয়ামীলীগের রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শাহীন আউয়াল, শামীম আউয়াল,নাসির উদ্দিন শয়ন,দেলোয়ার হোসেন, মাসুদ, কবির হোসেন প্রমুখ।
Leave a Reply