শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের আস্থাভাজন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, নারায়ণগঞ্জ লাখো যুবকের হৃদয়ের স্পন্দন মোঃ শাহ নিজামের ৫৪ তম শুভ জম্নদিন আজ।
দিনটি কে ঘিরে রাত ১২ টার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে , শাহ নিজামের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব, রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছে।
দুপুরের পর থেকে নারায়ণগঞ্জ এর সর্বস্থরের নেতাকর্মীরা, বন্ধু, বান্ধব, সহ সকল শুভাকাঙ্ক্ষীরা কেক ও ফুলের তরা নিয়ে আসতে শুরু করেন নর্ম পার্কে।
শাহ নিজাম ও নেতাকর্মীদের নিয়ে নর্ম পার্কে আনন্দ উল্লাসের মাধ্যেমে দিনটি উযাপন করেন। এসম শাহ নিজাম বলেন কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি একটি গুজব ছড়িয়ে ছিলেন।
৩ অক্টোবর দেশে নাকি কি হচ্ছে, আমি বলে ছিলাম ৩ অক্টোবর আমি জম্নদিন পালন করবো ইনশাআল্লাহ আমি আজ আমার বন্ধু বান্ধব, নেতাকর্মীদের ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কেক কেটে দিনটি উযাপন করলাম।বিএনপি একটি গুজব ছড়ানোর দল,
এরা গুজবে বিশ্বাসী, আজ কে তারা আসলে আমি তাদের আমার জম্নদিনে কেক খাওয়াতাম। সব পড়ি আজকে আমার জম্নদিন কে ঘিরে যারা ইউস করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
Leave a Reply