নারায়ণগঞ্জের খবরঃ
আড়াইহাজারে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়ীতে পুলিশের উপস্থিতিতে টানা দ্বিতীয় দিন হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পুলিশের দাবি রাজনৈতিক ফায়দা নিতেই এমন মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার বান্টিবাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ জানায়, টানা অবরোধে দ্বিতীয় দিনের মত আড়াইহাজারে আমরা রাজপথে আছি। অবরোধ কর্মসূচি পালনের সময় পুলিশ পাহারায় আমার বাড়ীতে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ তার বাড়িতে যায়নি। এসব মিথ্যা কথা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য। তারা রূপগঞ্জের আধুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বলে শুনেছি। এটা আড়াইহাজারের সীমানার বাইরে।
অপরদিকে, অবরোধের দ্বিতীয় দিন ভোরে রূপগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও শহরে সড়ক অবরোধ করে মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও জামায়াত ইসলামের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রামের সড়কের মাদানী নগর এবং ফতুল্লা পোস্ট অফিস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
Leave a Reply