নারায়ণগঞ্জের খবরঃ
নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে অটোরিকশা চালক রাজু(১৮) লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা পিলকুনি কবরস্থান সংলগ্ন একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজু লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মোক্তার হোসেনের পুত্র।
নিহতের মা পিয়ারি বেগম জানান, ১২ মার্চ রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় রাজু। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল জানায়, রাজু ব্যাটারি চালিত অটোরিকশা চালক। দূর্বৃত্তরা হত্যা শেষে অটোরিকশা নিয়ে গেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply