শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা শাহজাহান রোলিং মিল এলাকায় পবিত্র রমজান মাসেও থেমে নেই রাজন-মোহনের মাদক,জুয়ার আসর। সন্ধ্যা নামলেই ঢাকা-নারায়ণগঞ্জের জুয়ারী এবং মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। সারারাত ধরে চলে মাদক সেবন,বিক্রি এবং জুয়া খেলা।
স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এক দশকের অধিক সময় ধরে এই অবৈধ কর্মকান্ড চলে আসছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসলেও কোন ব্যবস্থা না নিয়ে আবার চলে যায় এমন অভিযোগ স্থানীয়দের। মাঝেমধ্যে অভিযান হলেও রাজন-মোহনের নিযুক্ত সোর্সদের আগাম খবরে মাদক সেবী এবং জুয়ারীরা নিরাপদে চলে যায়। অনেক সময় আশেপাশের বাড়ীতে আত্মগোপন করে। বাড়ীর মালিকরা বাঁধা প্রদান করলে রাজন-মোহন প্রকাশ্যে হুমকী দিয়ে থাকে। সম্প্রতি এক বাড়ীর মালিককে গুলি করারও হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এখানেই শেষ নয়, কেউ সাহস করে বাঁধা দিতে গেলে তাঁর উপর হামলাও করে। গত ১৫ মার্চ সন্ধ্যায় সিয়াম নামে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আহত সিয়াম দাপা ইদ্রাকপুর এলাকার মাঈনউদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাঈনউদ্দিন দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকার রাজন, সুমন, মোহন, বাবু, মামুন, আমির হোসেনসহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
অভিযোগ সূত্রে জানাযায়, ১৫ মার্চ সন্ধ্যায় দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকা দিয়ে যাওয়ার সময় সিয়ামের বন্ধু তৌফিককে উক্ত বিবাদীরা মারধর করে। এতে সিয়াম প্রতিবাদ করায় তাকে ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে জখম করে এবং উপর্যুপরিকে আঘাত করে। তার সাথে থাকা নগদ , টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় ।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও থানা পুলিশ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন।
Leave a Reply