নিজস্ব প্রতিবেদকঃ থেমে নেই ফতুল্লা খোঁজপাড়া এলাকার হাসান অরুফে দাঁইত্যা হাসানের মাদক ব্যবসা। অভিনব কৌশলে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করার অভিযোগ দীর্ঘদিনের। কয়েক বছর আগে কয়েকজন সহযোগীসহ বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে গ্রেফতার হয় হাসান। কয়েকমাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। তবে এবার শতর্কতার সঙ্গে মাদক ব্যবসা করছেন এই ব্যবসায়ী। একাধিক হোন্ডা নিয়ে পুরো ব্যবসার তদারকি করেন হাসান। নিরাপদে মাদক পৌঁছে দিতে কয়েকজন সহযোগীকে কাজে লাগাচ্ছেন এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানায়, ২০০৯ সালে কবরী এমপি হওয়ার পর কয়েকজন সহযোগীকে নিয়ে এমপি কবরীর ক্যাডার হিসেবে পরিচিতি লাভ করে। ক্ষমতার দাপটে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। মাদক ব্যবসা করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে কয়েকজন সহযোগী এবং বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেফতার হয়। কয়েকমাস হাজতবাসের পর জামিনে এসে নতুন করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। নানা কৌশলে দীর্ঘদিন ধরে ফতুল্লর খোঁজপাড়া, রেইনবো মোড়, বাউন্ডারী, কায়মুনেচ্ছার গলি, শাহজাহান রোলিং মিল এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন এমন অভিযোগ স্থানীয়দের।
এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।
Leave a Reply