নারায়ণগঞ্জের খবরঃ
ফতুল্লায় একাধিক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মিজানুর রহমানকে (৪৫) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত মিজানের হেফাজত থেকে তিন স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মিজানুর রহমান বরিশাল জেলার আগৈলঝাড়ার মৃত আবু তালেব শিকদারের পুত্র।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শিক্ষক মিজানুর রহমান ওরফে বিকৃত রুচী সম্পন্ন। সে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করলেও ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলো। স্কুল বন্ধকালীন সময়ে প্রতি শুক্রবার স্কুলে আর্ট ও কম্পিউটারে ক্লাস করাতো। সে মিস্টি ভাষায় হওয়ায় ছাত্রীদের প্রলোভনের ফাঁদে ফেলে একাধিক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।
চলতি মাসের ৬ তারিখে শুক্রবার পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রকে কৌশলে মিজানুর রহমান তাঁর মোহাম্মদপুরস্থ সাদেক খান রোডের বাসায় নিয়া যায়। সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দুই বান্ধবীকে একাধিক বার ধর্ষন করে। একই কায়দায় ১১ তারিখ শুক্রবার স্কুল থেকে কৌশলে প্রতারনার ফাঁদে ফেলে দশম শ্রেণীতে পড়ুয়া আরও এক ছাত্রীকে মোহাম্মদপুরের একই বাসায় নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীকে জোর পূর্বক একাধিকবার ধর্ষন করে। সর্বশেষ ২৩ তারিখে একই ভাবে দশম শ্রেণীর অপর এক ছাত্রীকে মোহাম্মদপুরে নিয়ে গিয়ে ধর্ষন করে। ওই ছাত্রী গত মঙ্গলবার শিক্ষক মিজানুর রহমানের বাসা থেকে কৌশলে পালিয়ে এসে তাঁর পরিবারকে জানায়। এসময় আটক থাকা তার তিন বান্ধবীর পরিবারের সদস্যের কাছেও বিস্তারিত জানালে ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে মিজানের বাসায় অভিযান চালিয়ে লম্পট শিক্ষক মিজানকে গ্রেফতার এবং ভুক্তভোগী তিন স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে ঢাকায় আরও একটি থানায় পর্ণগ্রাফি ও ধর্ষন মামলা রয়েছে।
Leave a Reply