সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন 

আবদুর রহিম,  নারায়ণগঞ্জঃ
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের প্রথম নারায়ণগঞ্জে নির্মাণ এবং উদ্বোধন হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।
সোমবার বিকালে নগরীর হাজীগঞ্জ এলাকায় এ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বতি সরকারের তিনজন উপদেষ্টা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর আওতায় সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করা হয়।
স্মৃতিস্তম্ভ উদ্বোধনের আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার হবে।
তিনি বলেন, গত পনেরো বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে। মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে।
তিনি আরও বলেন, এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগস্টের আগে অভিযোগপত্র দেওয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা অভিযোগপত্র দিতে পারবেন।
আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।
  • তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD