নারায়ণগঞ্জের খবর: করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ফতুল্লা থানা গেইটএলাকার বিএনপি নেতা এম,এ হোসাইন সাইদ ওরফে সাইদ চেয়ারম্যানের বড় ভাই সানোয়ার হোসেন(৭০)।সোমবার (৬ এপ্রিল) রাত ১২ টায় ঢাকার কূর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতঃ সানোয়ার হোসেন ফতুল্লা থানা গেইট সংলগ্ন মৃতঃ ওয়াজেদ আলী মিয়ার পুত্র ও বিএনপি নেতা এম,এ,হোসেন সাইদ ওরফে সাইদ চেয়ারম্যানের বড় ভাই।তিনি শহরের চাষাড়ায় তার শ্বশুড় বাড়ীতে বসবাস করতেন।
মৃতঃ সানোয়ার হোসেনের পারিবারিক সুত্রে জানা যায়,গত কয়েক দওন যাবৎ তিনি জ্বর-সর্দি- কাশিতে ভুগছিলেন।রোববার তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আজ(মঙ্গলবার) বিকেলে রিপোর্ট দেয়া হবে জানায়।
Leave a Reply