শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস মারা গেলেও স্ত্রী সবীতা চন্দ্র দাস ও ছেলে আকাশ চন্দ্র দাস সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক চিকিৎসা শেষে শনিবার( ২ মে) দুপুরে হাসপাতাল থেকে ফতুল্লার লালপুরস্থ নিজ বাসায় ফিরেন তারা।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়ির সহ-সভাপতি রণজিৎ মোদক বলেন,শনিবার (২ মে) দুপুরে অরুণ চন্দ্র দাসের স্ত্রী সবীতা চন্দ্র দাস ও ছেলে আকাশ চন্দ্র দাসকে কুর্মিটোলা হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এখন তারা সুস্থ আছেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিশ্রাম নিতে বলা হয়েছে।
এর আগে গত ১১ এপ্রিল সন্ধ্যায় বিশেষ ব্যবস্থায় অরুণ চন্দ্র দাস সহ তার স্ত্রী ও পুত্র কে করোনা সন্দেহে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো।পরে ১২ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হলে ১৩ এপ্রিল তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ১৮ এপ্রিল শনিবার সকাল ৯টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা যান নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস।
Leave a Reply