শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা সামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রæপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, হাজী ইয়ার হোসেন, তরিকুল ইসলাম, লুৎফর রহমান মুন্না প্রমুখ।
এদিকে,৭ই মার্চ দিবস উপলক্ষে কাঞ্চন পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, পৌর সচিব নুরে আলম সিদ্দিকী, প্যানেল মেয়র পনির হোসেন, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, আবিদ হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল হক সরকার, কাউন্সিলর মাঈনউদ্দিন প্রমূখ।
রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মসিউর রহমান তারেকের সভাপতিত্বে স্থাণীয় ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া। বক্তব্য রাখেন ওবায়দুল মজিদ জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমন হাসান খোকন, জাহিদ হোসেন, আবদুল্লাহ আল মামুন দোলন, আব্দুল আজিজ, আরিফ খান জয়, আব্দুল হামিদ, জিন্নাত আরা জিসান প্রমুখ।
অপরদিকে, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফাজ খানের সভাপতিত্বে স্থাণীয় ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন কামাল হোসেন কমল, আশিকুল ইসলাম খোকন, নজরুল ইসলাম, হুমায়ন আহমেদ, নাহিদ হাসান শিপন, হারুন অর রশিদ বিপ্লব, ইমন হোসেন প্রমূখ।##
Leave a Reply