নিজস্ব প্রতিবেদকঃ কথিত সাংবাদিক মুন্না কতৃর্ক মিথ্যা মামলায় নিরিহ মানুষকে আসামী করার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার বিকেলে কয়েকশ মানুষ কুতুবপুরের শাহীবাজার এলাকায় থেকে মিছিল বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
মঙ্গলবার নারী ঘটিত একটি ঘটনার বিরোধের জের ধরে হামলার শিকার হয় মুন্না। এ ঘটনায় বেশ কিছু নিরিহ মানুষকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কথিত সাংবাদিক মুন্না টার্গেট করে এলাকার বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের। তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে চাঁদাদাবী করে। যদি কেউ দাবীকৃত চাঁদা দিতে অপারগতা শিকার করে তাহলেই সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে। ইতিপূর্বে বিভিন্ন স্থানে চাঁদাদাবী করে মারধরের শিকার হয়েছেন চাঁদাবাজ মুন্না। তার রোষানলে পড়ে অনেকেই অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছেন। তার অপসাংবাদিকতায় অতিষ্ঠ হয়ে এলাকার পুরুষ-মহিলারা একত্র হয়ে তার এ অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নারী গঠিত বিরোধের জের ধরে কুতুবপুরের নুরবাগ এলাকায় হামলার শিকার হয় মুন্না।
Leave a Reply