শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন। মামলার তদন্তে পারফরম্যান্স ভাল করায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পান তিনি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে অপারাধ ও কল্যান সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন।
এদিকে ফতুল্লা মডেল থানায় চাকরীরত অবস্থায় এসআই বেলায়েত হোসেন বিভিন্ন মামলা তদন্ত করে পারফরম্যান্স ভাল করে। তিনি মামলা তদন্তকারী হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নিবর্বাচিত হয়। এছাড়াও তিনি জেলা পুলিশ সুপার এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনা মোতাবেক কাজ করে সুনাম অর্জন করে।
অপরাধ ও কল্যান সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ অতিরিক্ত পুলিশ সুপারগনরা উপস্থিত ছিলেন।
Leave a Reply