নারায়ণগঞ্জের খবরঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন ক্রোনী গ্রুপের ‘অবন্তী কালার’ কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েক হাজার শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় কথিত যুবলীগ নেতা বিসিক সোহেল ও তার ক্যাডার বাহিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করে৷ পরে শ্রমিকরা তাদের ধাওয়া দিয়ে কারখানা থেকে বের করে দেন৷ এ সময় কারখানার ভেতর থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা৷ শ্রমিকদের দমন করতে এসব রাতেই কারখানার ভেতর ঢোকানো হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
কারখানাটির নিটিং সেকশনের শ্রমিক জামাল হোসেন বলেন, গত ছয় মাস যাবৎ বেতন নিয়ে সমস্যা করছে কারখানা কর্তৃপক্ষ৷ নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে৷ বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না৷
‘নিয়ম অনুযায়ী ২৫ তারিখে মাস শেষ হয়৷ পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা৷ কিন্তু আজ ফেব্রুয়ারি মাসের ৮ তারিখেও জানুয়ারির বেতন পাইনি৷ অনেকে ডিসেম্বরেরও আংশিক বেতন পান৷’ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত৷
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, ‘বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন আছেন৷ শ্রমিকরা কোন অস্ত্র উদ্ধার করেছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই৷ তবে, তেমনটা হয়ে থাকলে ওগুলো আমরা জব্দ করবো’, যোগ করেন ওসি৷
দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিক বিক্ষোভ চলছিল৷
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনী গ্রুপের প্রতিষ্ঠান ‘ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়৷ প্রতিবাদে পরদিন সকালে কারখানাটির কয়েকশ শ্রমিক ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বিক্ষোভ করেন৷
Leave a Reply