নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লায় ৫০ পুরিয়া হেরোইনসহ আলোমগীর হোসেন (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আলীগঞ্জ জোড়পুল এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলোমগীর হোসেন আলীগঞ্জ জোড়পুল উচাঁবাড়ি এলাকার মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরির্দশক মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার বিকালে আলীগঞ্জ জোড়পুল এলাকায় মাদক বেচা কেনার সময় আলোমগীরকে আটক করি। এসময় তার কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন পাওয়া যায়। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান
Leave a Reply