নিজস্ব প্রতিবেদকঃ
ফতুল্লা থানা সংলগ্ন সীমা কম্পিউটার অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। এখানে মাদক সেবন থেকে শুরু করে জুয়ার আসর বসে নিয়মিত। এই আসরের অন্যতম হোতা হচ্ছে পারভেজ, শাহাদাত। তাঁদের এই আস্তানায় মাঝেমধ্যে ফতুল্লা মডেল থানার একাধিক দারোগার যাতায়াত করে থাকেন। এসব বিতর্কীত মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের সঙ্গে থানা পুলিশের দারোগাদের সখ্যতাকে ভালো চোখে দেখছেন না স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, পারভেজ নিজেকে যুবলীগ নেতা এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে থানায় প্রভাব বিস্তারসহ মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী দের নিয়ে এলাকায় বিশাল একটি বাহিনী গড়ে তুলছে। এই বাহিনীর সদস্যদের নিয়ে প্রায় সময় ফতুল্লা থানা সংলগ্ন সীমা কম্পিউটারের পেছনে অবস্থান নিয়ে জুয়া কিংবা মাদক সেবনের আড্ডা বসায়। মাঝেমধ্যে থানার কয়েকজন দারোগাকে সীমা কম্পিউটারে ডেকে নিয়ে পুলিশের সাথে তার গভীর সখ্যতা রয়েছে তা বুঝানোর চেষ্টা করেন। ফলে পারভেজের অপকর্মের বিরুদ্ধে কেউ টুঁশব্দ করতে সাহস করে না।
সূত্র জানায়, পারভেজ নিজেকে সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন গল্প করে থাকেন। অনেক সময় অয়ন ওসমানের সঙ্গে ফটোসেশানের ছবি ফেসবুকে দিয়ে নিজেকে অয়ন ওসমানের ঘনিষ্ঠজন প্রমাণের চেষ্টা করেন। ফলে পারভেজ, শাহাদাতের বিতর্কীত কর্মকান্ডে অয়ন ওসমানের ইমেজ ক্ষুন্ন হচ্ছে এমন দাবি সচেতন মহলে।
Leave a Reply