নিজস্ব প্রতিবেদকঃ
ফেব্রুয়ারি মানে ভাষার মাস, বইমেলার মাস। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা ২০২২। আবারো লেখক পাঠকের আগমনে ভরে উঠবে সোহরাওয়ার্দী উদ্যান। পাঠকের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেখক প্রকাশক।
এবারের মেলায় প্রকাশ হবে লেখক সাদ্দাম মোহাম্মদের উপন্যাসিকা গ্রন্থ ‘যোজন যোজন’। বইটি সম্পর্কে জানতে চাইলে সাদ্দাম মোহাম্মদ বলেন, ‘মূলত কন্যা সন্তানকে কেন্দ্র করেই একজন পুরুষ বা জনৈক বাবার আমূল বদলে যাওয়া এবং কন্যা সন্তানের অনুপস্থিতিতে বাবা মায়ের অভ্যন্তরীণ যে সুপ্ত হাহাকার, অসীম ব্যকুলতা, যে অপার মোহ তারই চিত্রাঙ্কনের চেষ্টা করা হয়েছে ‘যোজন যোজন’ বইটির পাতায় পাতায়। বইটি পাঠের মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা এমন একটি মুহূর্তে পৌঁছে যাবো, যেখানে পৌঁছে গেলে এই পরম সত্য স্পষ্ট দেখা যায় এবং সহজে স্বীকার করা যায় যে, জগতের ঘরে ঘরে আলোর যোগান দিয়ে যেতে যাদের অসীম অবদান, তারা কন্যা সন্তানের পিতা। বইটি ছোট বড় সব বয়সী পাঠকের হৃদয়কে স্পর্শ করবে বলে আমার অপার বিশ্বাস’।
Leave a Reply