শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ফতুল্লা মডেল থানাধীন অক্টো অফিসস্থ পৌর স্টেডিয়ামের দুটি বিশাল কক্ষে করোনা ভাইরাসে সংক্রামিত পুলিশ সদস্যদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে।
আধুনিক সুবিধা সম্বলিত ইন্টারনেট সংযোগ, প্রতিটি কক্ষে ওয়াইফাই এর রাউটার লাগানো সহ সাস্থ্য সম্মত পরিবেশে আধুনিক জীবনযাপন সহ আয়সোলেশনের উপযোগী করা হয়েছে আইসোলেশন সেন্টারটি।
শনিবার রাতেই( ৩ মে)ফতুল্লা মডেল থানার ৬ষ্ঠ তলায় থাকা করোনায় আক্রান্ত ছয়জন পুলিশ সদস্য এবং করোনায় আক্রান্ত সিদ্ধিরগঞ্জ থানার একজন পুলিশ সদস্য অত্র আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ আসলাম হোসেন জানান,জেলা পুলিশ সুপারের নির্দেশে পৌর স্টেডিয়ামের দুটি কক্ষে করোনা ভাইরাসে আক্রান্ত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যদের আইসোলেশন থাকার ব্যবস্থা হয়েছে।এখানে থেকেই এখন থেকে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হবে।
Leave a Reply