June 9, 2023, 3:55 am
অনলাইন ডেস্কঃ অক্ষয় কুমারকে বলা হয় বলিউডের সবচেয়ে প্রেমিক পুরুষ। কেউ কেউ বলেন তিনি বলিউডের ক্যাসানোভা। বান্ধবী বদলাতে তার মতো পোক্ত আর কেউ নেই বলিউডের। একটা সময় তো অক্ষয়ের সঙ্গে জুটি হতে যাওয়া মানেই ছিলো তার প্রেমে পড়া। অনেক নায়িকাই তার প্রেমে পড়েছেন। সেই প্রেমে সাড়া দিয়ে অক্ষয় যাদের বুকে টেনে নিয়েছেন, সেই সংখ্যাও কম নয়।
ক্যারিয়ারের শুরুতে অশ্বিনী ভাবের সঙ্গে অক্ষয়ের প্রেমের গল্প শোনা যায়। এরপর ‘খিলাড়ি’ ছবি করতে গিয়ে আয়শা জুলকার সঙ্গে সম্পর্কে জড়ান অক্ষয়। কিন্তু এরমধ্যে আয়েশা আবার আরমান কোহলির সাথে মন দেয়া নেয়া শুরু করে, অক্ষয় ছেড়ে দেন। মন খারাপ করে বসে থাকতে হয়নি অক্ষয়ের। জীবনে আসে তখন মডেল পূজা বাত্রা। পূজা তখনও বলিউয়ে পা রাখেনি। কিন্তু ‘মোহরা’ ছবি করতে গিয়ে রাভিনা ট্যান্ডনের সঙ্গে রোমান্সে জড়ান অক্ষয়। রাভিনা তো রীতিমতো অক্ষয়ের জন্য পাগল ছিল। তার চোখে মুখে শুধু অক্ষয়ই ছিল। ‘খিলাড়িও কা খিলাড়ি’ করতে গিয়ে রেখা অক্ষয় একে অন্যের প্রতি দুর্বল হন। দুজনে রোমান্সে মাতেন। রাভিনা আর রেখার মধ্যে শুরু হয় ঠান্ডা যুদ্ধ। রাভিনা একসময় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতাল এ ভর্তি হন। এনগেজমেন্ট করেন। তার কিছুদিন পর ভাঙন ধরে। এরপর শিল্পা শেঠির সঙ্গে ‘ধারকান’ মুভি করতে গিয়ে আবার প্রেমে পড়েন অক্ষয়। মাঝখানে সুস্মিতা সেনের সাথে ফটোশুট করতে গিয়ে দুজন কিছু দিন ঘুরাঘুরি করেন। মিডিয়াতে কথা উঠে তাদের প্রেম নিয়ে। এরমধ্যে অক্ষয় এর মা নিপুনিকা নামের এক এয়ার হোস্টেসকে পছন্দ করে আংটি পড়ান। অক্ষয়ের তাতেও না ছিল না। ২০০০ সালে অক্ষয় শিল্পার বিয়ের কথা থাকলেও অক্ষয় সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। সেটা ঠিক কোন কারণে তা অবশ্য জানা যায়নি। ‘জুলমি’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’র মতো ছবির সহশিল্পী টুইংকেল পর্ব শুরু হয়। অক্ষয় তার জীবনের সেরা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ২০০১ এর শুরুতে গাঁটছড়া বাঁধেন তারা। পরবর্তী তে প্রিয়াংকা চোপড়ার সাথে রোমান্সের কথা শোনা যায়। অবশ্য তাতে প্রিয়াংকেই বেশি আগ্রহী ছিলেন। টুইংকেল এর কথা ভেবে সরে আসেন অক্ষয়, প্রিয়াংকার সাথে মুভি করা বন্ধ করে দেন। তাছাড়া ছেলে আরাভও যে বড় হয়ে যাচ্ছে।
অক্ষয়ের এই প্রেম রোগ ছাড়া তিনি বেশ গোছালো মানুষ। শাহরুখ যেখানে বলেই রাখেন আমি ভাই সকালে ঘুম থেকে উঠতে পারবো না। তাতে আমাকে ছবিতে নেও বা না নেও, অক্ষয় সেখানে খুব ভোরে ঘুম থেকে উঠেন নিয়মিত। বলিউডের অন্যতম আদর্শ স্বামীও অক্ষয়।
Leave a Reply