September 27, 2023, 7:55 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা থানা আওয়ামী লীগের কাউন্সিল হলেও পূর্নাঙ্গ কমিটি গঠনসহ, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন নিয়ে কোন তৎপরতা নেই। তবে মাঠ পর্যায়ের নেতারা এসব কমিটি গঠনের ক্ষেত্রে থানার শীর্ষ নেতাদের দিকে তাকিয়ে রয়েছেন। তবে কবে নাগাদ এসব কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে তা জানেন না মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। থানা আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন, সাংসদ শামীম ওসমান দেশে ফিরলেই থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। পূর্নাঙ্গ কমিটি গঠনের পর ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে। তবে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে, যারা দলের দুঃসময়ের কান্ডারী ছিল তাদের সঠিক মূল্যায়ন করা প্রয়োজন।
সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কেন্দ্রের নিদের্শে কাজ করে যাচ্ছে জেলা আওয়ামী লীগ। ইতোমধ্যে জেলার ৭টি থানার মধ্যে ৫টির কমিটি গঠন করা হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এখন বাকী রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন। সর্বশেষ গত মাসে ফতুল্লা থানা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাইফুল্লাহ বাদল সভাপতি এবং শওকত আলী আবারো সাধারন সম্পাদক নির্বাচিত হয়। তবে পূর্নাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রয়েছে। কবে নাগাদ ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্নঙ্গ কমিটি হবে এ বিষয় তৃনমূলের নেতাকর্মীরা কিছুই জানেন না। তবে পূর্নাঙ্গ কমিটি যখনই হোক কমিটিতে দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতাদের স্থান দিয়ে যেন সঠিক মূল্যায়ন করা হয়।
অন্যদিকে, ফতুল্লা থানার ৫টি ইউনিয়ন কমিটি গঠন নিয়েও নেতাকর্মীদের মধ্যে আগ্রহের অন্ত নেই। অনেকে ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটিতে স্থান পেতে নেতাদের সাথে লবিং অব্যাহত রয়েছে। নিজ নিজ কর্মী সমর্থকদের সংগঠিত করে প্রত্যাশিত পদে আসার ছক তৈরী করছেন। ইতোমধ্যে বেশ কিছু নেতা কে কোন পেতে আগ্রহী তাদের মতামত বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন। এব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ্ বাদল জানিয়েছেন, সাংসদ শামীম ওসমান দেশের বাইরে রয়েছেন, তিনি দেশে ফিরে আসলেই ফতুল্লা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ইউনিয়ন কমিটিগুলোও দ্রæত সময়ের মধ্যে গঠন করা হবে।
Leave a Reply