মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: একঝাঁক উদ্যাম তরুনদের নিয়ে সৃজনশীল, মানবকল্যানমুখী, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠন “চেঞ্জ ফাউন্ডেশন” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে । “চেঞ্জ ফাউন্ডেশন ” এর আত্মপ্রকাশের লক্ষ্যে; এর উদ্দেশ্য ও কার্যাবলী, পরিচালনা পদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য ভিত্তিক মুক্ত আলোচনা করা হয়। শুক্রবার বিকালে নগরীর চাষাড়ায় জালাপিনু রেস্টুরেন্টে এ প্রস্তুতিমুলক সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সভায় বক্তারা বলেন; চেঞ্জ ফাউন্ডেশন একটি যুব-নেতৃত্বাধীন অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা, যা ২০২০ সালে একদল তরুণ পেশাদার এবং শিক্ষার্থী দ্বারা গঠিত হবে। “চেঞ্জ ফাউন্ডেশন” বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যুবকদের জন্য প্ল্যাটফর্ম হতে আগ্রহী – যেখানে তারা তাদের ধারণা এবং মূল্যবোধকে এগিয়ে নিতে পারে। তারা যে সমাজে বাস করে তাতে বিভিন্ন রূপে কীভাবে পরিবর্তনীয় পরিবর্তন আনা যায় তা নিয়ে কাজ করবে।
বক্তারা আরও বলেন; সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধাবঞ্চিত ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের সামাজিক উন্নয়ন এবং একীকরণের জন্য কাজ করবে। এই ফাউন্ডেশন আমাদের সমাজে ভালবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতার পরিবেশ তৈরি করতে সহায়তা করবে। উক্ত প্রস্তুতিমুলক সভায় শিক্ষক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী, ব্যাংকার, বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ৩২ জন সদস্য উপস্থিত থেকে কিভাবে এটিকে সাংবিধানিক ভাবে / গঠনতন্ত্র ভিত্তিক সাংগঠনিক রুপ দেয়া যায় তা পর্যালোচনা করেন।
Leave a Reply