June 9, 2023, 4:23 am
নারায়ণগঞ্জের খবরঃ অবৈধভাবে জেলা পরিষদের জায়গা উদ্ধারে যে কোন মামলা ও উদ্ধারে জেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। জেলা পরিষদকে রাস্তার পাড়ে জায়গা বরাদ্দ না দেয়ার আহবান করা হয়েছে। নারায়ণগঞ্জ অফির্সাস ক্লাব করার জন্য জেলা পরিষদের সহযোগিতা চাই।
বুধবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের সাথে মতবিনিময় এবং জেলা পরিষদ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের দুটি জেলা পরিষদের অর্থ ভান্ডারে নারায়ণগঞ্জ দ্বিতীয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জন্মদিন পালনে নারায়ণগঞ্জে বড় ধরনের অনুষ্ঠান করার জন্য সকলে একত্রে কাজ করতে হবে। নারায়ণগঞ্জে সর্বোচ্চ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনি সকল শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে হবে।
খোকা থেকে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান কিভাবে হলো, তা সকল শিক্ষার্থীদের জানাতে হবে। সেই থেকে অন্যত্র ১০০ বঙ্গবন্ধু তৈরি করতে হবে। তাহলে সেখান থেকে নারায়ণগঞ্জের আনোয়ার হোসেনের মত আরো নেতা বের হবে। বঙ্গবন্ধু জীবনী নিয়ে প্রতিটি স্কুলের সাথে স্কুলের প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
Leave a Reply