বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মনিরুল ইসলাম বলেন, সড়ক ও ফুটপাত হকার মুক্ত করার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। সম্প্রতি হকারদের প্রেসিডেন্ট ও সেক্রেটারী আমার সঙ্গে দেখা করে সপ্তাহে দুইদিন বসার জন্য আবেদন করেন। এর প্রেক্ষিতে আমি এমপি, মেয়র ও ডিসির সঙ্গে কথা হয়েছে। আমরা আলোচনার মাধ্যমে সপ্তাহে একদিন বাসার ব্যবস্থা করতে পারি। আশা করছি অল্প সময়ের মধ্যে এ হকার সমস্যা সমাধান হয়ে যাবে।
মঙ্গলবার বেলা ১১টায় চাষাঢ়া গোল চত্ত্বর থেকে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়।
তিনি বলেন, আমরা আজ দেখতে এসেছিলাম নারায়ণগঞ্জে হকার পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা। চাষাঢ়া থেকে দুই নং রেল গেট পর্যন্ত দুই পাশ আমরা ঘুরেছি। যেমনটা দেখলাম তাতে শহরের হকার পরিস্থিতি সন্তোষজনক। ফুটপাত হকার মুক্ত। এছাড়া দেখা যায়, যতক্ষণ পুলিশ আছে ততোক্ষণ হকার থাকে না। যেই পুলিশ একটু সরে, তারা আবার ফিরে আসে। তখন আর এই সমস্যাটা থাকবে না।
পুলিশ সুপার বলেন, পুলিশ একার পক্ষে হকার সমস্যা সমাধান সম্ভব না। এটা সমাধান হতে হবে। আমরা আগের এসপির সঙ্গে মিলে এ বিষয়ে কাজ করেছি। যেহেতু হকারদের মধ্য থেকে একটা প্রস্তাবনা এসেছে, তারা সপ্তাহে দুদিন বসলে এবং বাকি ৫ দিন স্বপ্রনোদিতভাবে শহর মুক্ত রাখবে, বসবে না। এটা হলে, আমরা একটা স্থায়ী সমাধানে পৌছাতে পারবো।
Leave a Reply